ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবেন না নির্বাচনী প্রচারণা করবেন মাশরাফি


বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজকে তার আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনার খবরে সবার মাঝেই এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
আজ সারাদিনই মাশরাফিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের নানা রকম ব্যক্তিত্ব। একইসাথে এই ঘটনায় বিপরীত প্রতিক্রিয়াও দেখিয়েছেন কেউ কেউ।
নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আবদুন নূর তুষার ফেসবুকে লিখেছেন, ‘মাশরাফিকে অভিনন্দন। একটি আসনের ফলাফল জানা হয়ে গেলো। এবার সংসদে শোনা যাবে “ধরে দেবানি”।’
মহিউদ্দিন মাহী নামে একজন লিখেছেন, ‘মাশরাফির মতো তরুণরা এগিয়ে না আসলে বর্তমান প্রজন্ম কখনোই রাজনীতির প্রতি আগ্রহী হবে না। ৩০০ আসনে ৩০০ মাশরাফি চাই।’
শামীম আহসান নামে একজন মাশরাফিকে আগামীর বাংলাদেশের কর্ণধার আখ্যা দিয়ে লিখেন, ‘মাশরাফির চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বৃথা যাবে না।’


অন্দিযকে দৈনিক প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক রাজীব হাসান লিখেছেন, ‘২২ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি, ২৩ ডিসেম্বর নির্বাচন। সাকিব নির্বাচনী এলাকায় থাকবেন, নাকি মাঠে? নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারাভিযান করবেন, নাকি ওয়ানডে সিরিজ (৯-১৪ ডিসেম্বর) নিয়ে ভাববেন মাশরাফি?’
এই পোস্টের নিচেই কাজী জোবায়ের নামে একজন কমেন্ট করেছেন, ‘ওদের জনপ্রিয়তা ওরা নিজেরাই ধ্বংস করছে, বেশি ভালোবাসলে যা হয় আর কি। এটা তাদের বড় ধরনের একটা ভুল সিদ্ধান্ত। তারা তো সব ধরনের রাজনীতি থেকে ঊর্ধ্বে।’
দৈনিক নিউ এজের সহকারী সম্পাদক সৈয়দ ফাইয়াজ আহমেদ লিখেছেন, ‘গতকাল পর্যন্তও এদেশের কিশোররা মাশরাফি হতে চাইতো। আর আজ থেকে ওরা জানবে, ওদের সহপাঠীকে খুন করা আর ওদের আন্দোলনকে রক্তাক্ত করাদের একজন সহযোগী এই মাশরাফি। আদর্শ থাকলে সেটাকে সামনে রেখে বড় হওয়ার একটা সুবিধা আছে, তবে ব্যক্তিপূজা পরিত্যাজ্য। আদর্শ আর ব্যক্তি তাই গুলিয়ে ফেলার উপায় নেই। ধরায়ে দিবানি , বন্ধুর মরনে শোককে শক্তিতে পরিণত করা আর অসংখ্য বাঁধা পেরিয়ে জয়ের জন্য ঝাপিয়ে পড়া নেতা মাশরাফি একটা আদর্শ, সেটা শ্রদ্ধার, উদ্দীপনার। আর হাতুড়ি, লুঙ্গি, পেটোয়া বাহিনী, খুনে, দূর্নীতিবাজদের সহচর মাশরাফি একটা ঘৃন্য ব্যক্তিত্ব। তার জন্য একরাশ ঘৃণা।’
তবে এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ বেশ কয়েকজন মাশরাফি-সমর্থক। তাদেরই একজন তোফাজ্জল হোসেন। তিনি এক পোস্টের কমেন্টে লিখেছেন, ‘রাজনীতি করা খারাপ বা রাজনীতিতে ঢুকলেই লোকজন পচেঁ যায় এই ন্যারেটিভটা পরিবর্তনের সময় এসেছে। মাশরাফির সামনে সুযোগ এই পরিবর্তনের পথপ্রদর্শক হওয়ার। সময়ই বলে দিবে তিনি আমাদের কোথায় নিয়ে যাবেন।

No comments

একনজরে একাদ্বশ শ্রেনীর ভর্তি নীতিমাল.....

নিজস্ব প্রতিবেদক করোনার কারণে দীর্ঘদিন পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তির জন্য প্রথম পর্যায়ের আবেদন শুরু হ...

Powered by Blogger.